বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে সালিশ বৈঠকে সংঘর্ষ আহত ৩

ওসমানীনগর(সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে ওসমানীনগরের শাজান পুর গ্রামে সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।এতে একজন গুরুতর আহত হয়েছেন এবং গণপিটুনির শিকার হয়ে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, শাজান পুর গ্রামের বাসিন্দা হান্নান মিয়ার একটি গরু এক সপ্তাহ আগে চুরি হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মাঠিখাড়া গ্রামের সাদিক ড্রাইভারের ছেলে এমরান হোসেন চুরির সাথে জড়িত। এ বিষয়ে ১৭ মার্চ রাত তারাবির নামাজের পর শাজান পুর গ্রামের মাওলানা রুস্তম আলীর বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল বাশার, সেক্রেটারি শাহেদ মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সালিশ বৈঠকে অভিযুক্ত এমরান উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে সন্দেহ আরও বেড়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে হান্নান মিয়া (৫৫) গুরুতর আহত হন। তার গলার ডান দিকে গভীর রক্তাক্ত জখম হয়।

এ সময় উত্তেজিত গ্রামবাসী এমরান হোসেন (৩০) ও তার ভাই আলী হোসেন (২৫) কে আটক করে গণপিটুনি দেয়। রাত আনুমানিক ২:৩০টায় ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত এমরান ও আলীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পরে আহত হান্নান মিয়াকে তার আত্মীয়-স্বজন ও পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি পুলিশ হেফাজতে থাকা এমরান ও আলী হোসেনকেও চিকিৎসার জন্য একই হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোনায়েম মিয়ার সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান এবিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত ক্রমে ব্যাবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com