মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
আতোয়ার রহমান,গাইবান্ধা প্রতিনিধি: রমজান মাস উপলক্ষে গাইবান্ধায় বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন মেসার্স একরামুল স্টোরের স্বত্ত্বাধিকারী মো: আসাদুল ইসলামকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা ও এক বছরের
কারাদন্ড প্রদান করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে এক ব্যবসায়িকে এক বছরের কারাদন্ড এক লাখ দশ হাজার ও লেবেল বিহীন শিশুখাদ্য রাখার কারণে অন্য তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বিশেষ টাস্কফোর্স কমিটি শহরের পুরাতন বাজার ও ডিবি রোডে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপনন অধিদপ্তরের কৃষি বিপনন কর্মকর্তা এমএ আশিক, ক্যাব জেলা সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।