শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও মিজমিজি এলাকা থেকে অপহরণের শিকার ১৭ বছর ও ১৩ বছরের ২ কিশোরীকে উদ্ধার করেছে (পিবিআই)।
মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।
১৭ মার্চ সোমবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ১৭ বছরের কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা ও ১৩ বছরের কিশোরীকে চাঁদপুর জেলার কচুয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই। উদ্ধারকৃতরা মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নেছারিয়া আলীম মাদ্রাসার সামনে থেকে অপহরণের শিকার হন ১৭ বছরের কিশোরী। পরবর্তীতে এ ঘটনায় নরসিংদী এলাকার বেনু মিয়া (৩৩), আখি (২৫), সানিয়া (২০), ফুল মিয়া (৫০), আওয়ালের (৪৫) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে কিশোরীর বাবা মো. আনোয়ার হোসেন।
গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের উত্তর সাহেবপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হন ১৩ বছরের কিশোরী। পরবর্তীতে এ ঘটনায় শাহপরান (২৩), শারমিন (২৯), ইব্রাহিম (৩৫), ফাতেমা (৩২), কবির (৩৮), হাজেরা (৩০), আমেনা (৩৫), মনির হোসেন মনু (৫৮) সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে কিশোরীর মা আদালতে মামলা দায়ের করেন।ভিকটিম দ্বয়ের জবানবন্দি নাঃ ও শিঃ আইনের ২২ ধারা মোতাবেক লিপিবদ্ধ করার নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।