শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
আমিনুর রহমান,নবাবগঞ্জ: প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা উদ্ধার হলেন খুলনা থেকেবিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আজ বৃহস্পতিবার ভোরে খুলনা শহর থেকে নিখোঁজ পান্নুকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ।মো. আশরাফুল আলম জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে পরিবারের ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভাল আছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।