শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
বুধবার (১৯ মার্চ) রাতে সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে জনতার সহায়তায় অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান মুন্সীগঞ্জের টরকী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কদমতলী এলাকায় দেলোয়ার হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে শিশুটির মা যৌন নিপীড়নের মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা তাকে বাসায় রেখে তার বড় বোনকে নিয়ে ডাক্তার দেখাতে যান। শিশুটি বাসার উঠানে খেলাধুলার করার সময়ে অভিযুক্ত হান্নান তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে যান। এর অল্প কিছুক্ষণের মধ্যে শিশুর মা বাসায় ফিরে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির চিৎকারের আওয়াজ শুনতে পান। ছাদ থেকে আওয়াজ শুনে দৌঁড়ে সেখানে গিয়ে দেখতে পান অভিযুক্ত হান্নান শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করছে। মেয়ের প্রতি এমন অমানবিক দৃশ্য দেখে তিনিও ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তার মেয়েকে উদ্ধার করে। পরবর্তীতে রাতে শিশুটির মা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।