বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান টেইলর

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভেঙে আড়াই বছরের নিষেধাজ্ঞায় আছেন, যা আগামী জুনে শেষ হবে।

নিষেধাজ্ঞা শেষে কোচিং ক্যারিয়ার শুরু করার কথা ভাবলেও, ৩৯ বছর বয়সী টেইলর এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবছেন। তিনি ক্রিকইনফোকে বলেছেন, শারীরিক ও মানসিকভাবে কেমন অনুভব করছেন, সেটা জানার পর যদি মনে হয়, খেলা সম্ভব, তবে তিনি আবার খেলতে চান।

প্রথমে কোচিং পেশায় যাওয়ার কথা ভাবলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় রেখে আবার খেলা শুরু করতে রাজি হয়েছেন ৩৯ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান।

২০২৭ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হবে আগামী ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে অনুষ্ঠেয় আসরে খেলার জন্য টেইলরকে রাজি করিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। জিম্বাবুয়ের হয়ে ৩৪ টেস্ট, ২০৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলা টেইলর আগামী ২৫ জুলাই ক্রিকেটে ফিরতে পারবেন। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপে তিনি ধরলেন তার ক্রিকেটে ফেরার ভাবনা।

টেইলর বলেন, “আমি এখনও খেলতে চাই এবং আমার বিশ্বাস, খেলোয়াড় হিসেবে আমি প্রভাব রাখতে পারব। গিভমোর আমাকে অনেক সমর্থন করছেন। তিনি আপাতত আমার কোচিং ভূমিকা বন্ধ করে দিয়েছেন এবং বলেছেন, ‘তুমি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে?’ তখন (বিশ্বকাপে) আমার বয়স হবে ৪১ বছর।”

আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার চারটি ধারা ভাঙার দায়ে ২০২২ সালের জানুয়ারিতে নিষিদ্ধ করা হয় টেইলরকে। সঙ্গে আলাদাভাবে একটি অ্যান্টি-ডোপিং ধারাও ভাঙেন তিনি। ওই সময়ে টেইলর দাবি করেন, স্পন্সরশিপ ও জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা চালু করার বিষয়ে আলোচনার জন্য ২০১৯ সালের অক্টোবরে তাকে ভারতে ডেকেছিল এক ব্যবসায়ী। সেখানে ‘ব্ল্যাকমেইল করে’ তাকে আন্তর্জাতিক ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিষয়টি তিনি আইসিসিকে জানান চার মাস পর।

২০২১ সালের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এর চার মাস পরই আসে তার নিষেধাজ্ঞার খবর। তখন টেইলর দাবি করেন, প্রস্তাব পেলেও তিনি কোনো ফিক্সিংয়ে জড়িত হননি। নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী, এই সময়ে কোনো স্বীকৃত ক্রিকেট খেলতে পারবেন না বা ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন না টেইলর। তাই হারারেতে একটি অভিজাত স্কুলের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com