বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সাহাব উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ সকলের অবগতি ও সজাগ দৃষ্টি আকর্ষণ করছি, এ সকল অযাচিত ফেক আইডি গুলো ব্যবহার করে সমাজের বিভিন্ন নিরিহ লোকজনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মনগড়া ভিত্তিহীন পোস্ট দিয়ে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎসহ হ্যারেজমেন্ট করার অপচেষ্টা চালাচ্ছে, উক্ত ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরী, এ আইডি গুলো ব্যবহারের মাধ্যমে ব্লাকমেইল এবং জেলাকে অস্থিতিশীল করাসহ জনমনে ভীতির সঞ্চালনের অপচেষ্টা চালাচ্ছে।
এরা অজ্ঞাত স্থানে থেকে এধরনের কর্মকান্ড চালাচ্ছে। একজন হচ্ছে আনোয়ার,সূদুর রাজশাহী থেকে আগত, ইসদাইর কিশোর গ্যাং সন্ত্রাসী ইভন বাহিনী পাশের বাড়ীতে ব্যাচলর থেকে মাদক,ব্লকমেইলিং এবং মানুষের কাছে চাঁদা আদায় সহ জেলার সকল কর্মকান্ডের মূল হোতা, পর্দার আড়ালে থেকে এসব কর্মকান্ড চালাচ্ছেন। আপরজন হচ্ছে আবু হাসান,পুলিশ কনস্টেবল থেকে বহিষ্কৃত আনোয়ারের সাগরেদ, ওস্তাদ শিস্য মিলে এসকল অপকর্মে লিপ্ত, থাকেন,শীতলক্ষ্যা হাউজিংয়ে,তবে এক স্থানে বেশি দিন থাকেন না..! একজন ডিসকাভার হোন্ডা(আনোয়ার) অপরজন আবু হাসান,ইয়ামাহা FZs দিয়ে চলাফেরা করেন। মাসে মাসে জায়গা পরিবর্তন করেন।
তবে এদের খবর কেউ ঠিকঠাক জানেন না, এদের বিরুদ্ধে শীর্ষস্থানীয় অনেক পত্রিকায় প্রায়শই নিউজ হয়, বহু মামলার আসামী, গুরু শিস্য অত্যন্ত চতুর শৃগাল কিছুর আভাস পেলেই সুকৌশলে নিজ এলাকায় আত্নগোপনে চলে যান, তাও আবার বিমানে যাতায়াত করেন এই আনোয়ার, সেখানে একাধিক আলিশান ডুপ্লেক্স বাড়ী গাড়ি গড়েছেন। মদনপুর, কেওঢালা সহ বহু স্থানে তাদের রয়েছে চোরা তেলের বানিজ্য, টাকা বিনিময়ে স্বার্থে ব্যাঘাত ঘটালেই বহু মানুষের নাম ডুকিয়ে দিয়ে বিভিন্ন মামলায় এমনকি বৈষম্য এবং হেফাজতের মামলায় অনেককে ফাঁসিয়েছেন.! এমন তথ্যও রয়েছে অনেকের কাছে,দেশের এই পরিস্থিতিতে কেউ তাই মূখ খুলছে না..!বিষয়টি প্রশাসনের নজরে আনা অতীব গুরুত্বপূর্ণ ও জরুরী।