বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে পবিত্র রমাদ্বান মাস উপলক্ষে আরএফএল কোম্পানির উদ্যোগে এবং তৃষ্ণা সেনেটারীর পরিচালনায় এক বিশাল ইফতার মাহফিল ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ ২৩ রমাদ্বান সোমবার সন্ধায় ওসমানীনগের প্রাণকেন্দ্র মিনি শহর গোয়ালাবাজার দস্তরখান রেষ্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে ধর্মীয় আলোচনার মাধ্যমে রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তৃষ্ণা সেনেটারীর পরিচালক ঝিনুক কুমার পাল, ম্যানাজার স্বপন দেব ও আরএফএল কোম্পানির বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা সহ আরও অনেক ইফতার শেষে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে উপস্থিত অতিথিদের মধ্যে বিভিন্ন মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়াস নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরএফএল কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।