বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ২৬ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। ২৬ মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে উপজেলা প্রশাসেনের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বালাগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার আপ্তাব আলী । এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) শাহানাজ পারভীন, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, থানার এস.আই সামছুল ইসলাম, প্রমুখ।
সভায় বক্তারা স্বাধীনতার চেতনা লালন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। আজ বাঙালি জাতির গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।