বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
আমিনুর রহমান,নবাবগঞ্জ: ঢাকা নবাবগঞ্জ তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল-আমিন এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
মঙ্গলবার ২৫ মার্চ দুপুর ১০টায় উপজেলা প্রধান ফটকের ভিতরে শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচী পালন করেন তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নবাবগঞ্জ উপজেলা বৈষ্যমবিরোধী সংগঠন।
তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অনেক দিন যাবৎ বৈষ্যমের শিকার হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী ২ বিষয়ে কেউ অকৃতকার্য হলে শিক্ষার্থীদের নিকট হতে ইতি মধ্যে ১৫ (পনের হাজার) টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। পরিক্ষায় উত্তীর্ণ করার জন্য। সেই সাথে ৫ হাজার টাকা বাবদ কোচিং ফি বাধ্যতামূলক নেওয়া হয়েছে কিন্তু সঠিক ভাবে ক্লাস করা হয়নি।
একই সাথে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে সহকারী প্রধান শিক্ষক আল-আামিন স্যার শিক্ষার্থীদের কাছে একটি এসি পাওয়ার জন্য জোর পূর্বক দাবি করে এবং শিক্ষার্থীরা অপরাগতা প্রকাশ করলে তিনি শিক্ষার্থীদেরকে অপমানিত করে তার রুম থেকে বের করে দেয়। এস.এস.সি পরিক্ষার্থীদের প্রবেশ পত্র দেওয়া বাবদ ৫০০ টাকা জোরপূর্বক দাবি করে, শিক্ষার্থীরা ৫০০/- দিতে অপরাগতা প্রকাশ করলে তাদেরকে নানা রকম হুমকি দামকি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার কথা বলে। স্কুল সংশ্লিষ্ট অনেক বিষয় শিক্ষার্থীদের মাঝে পরিপূর্ণভাবে প্রকাশ না করে অনেক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
শিক্ষকের অতিরিক্ত অর্থ আত্মসাৎ সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে না পেরে অবশেষে নবাবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে সমন্বয় করে উপজেলা ভিতরে শান্তিপূর্ণ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিলরুল ইসলামের বরারবর একটি স্মারক লিপি পেশ করেন এবং সহকারী প্রধান শিক্ষক আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ করে তার সমস্ত অপকর্ম তুলে ধরে তাকে আইনের আওতায় আনার জন্য জোরালো দাবি করেন।