সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদক: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন সারজিস আলম। তিনি তাঁকে একজন স্টেটসম্যান হিসেবে বর্ণনা করেছেন।
আজ শনিবার (২৯ মার্চ) ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। গত ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চারদিনের চীন সফরে যান। তার এই সফর ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।