বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডে শুক্রবার (২৮ মার্চ ) শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটলেও থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী। এর আগে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন।
এ ছাড়া, মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশির নিরাপদে আছেন। এদিন, নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন এই তথ্য জানান।