সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

দোহারে জালটাকা নোটসহ একজন গ্রেপ্তার

আমিনুর রহমান,নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে জাল টাকার নোট সহ মো. নাঈম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার চর লটাখোলা এলাকার করম আলীর মোড়ে সুলতান ফকিরের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. নাঈম ফরিদপুরের নগরকান্দা থানার দেলবাড়ীয়া গ্রামের মৃত নুরু মাতুব্বরের ছেলে। লটাখোলা মিনার মসজিদের পাশে মো. মুছার বাড়ির ভাড়াটিয়া।

দোহার সার্কেলের সিনিয়র এএসপি মো. আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার চর লটাখোলা এলাকার করম আলীর মোড়ের করিম ভ্যারাইটিজ স্টোর নামের একটি মুদি দোকানে সিগারেট কেনার জন্য ৫শ’ টাকা নোট দেয় নাঈম। দোকানদারের নোট দেখে সন্দেহ হলে স্থানীয়দের দেখান। পরে স্থানীয়রা নাঈমের মানিব্যাগ চেক করে আরো ৩টি নোট পায়। পরে দোহার থানা পুলিশকে খবর দেয়া হলে নোটসহ নাঈমকে আটক করা হয়। নাঈমকে জাল টাকা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জাল টাকা চক্রের সদস্য বলে স্বীকার করে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে দোহার থানার মামলা নং-২৬ তারিখ-২৮/০৩/২০২৫ ধারা-২৫ক বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ রুজু করা হয়েছে। এ চক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এএসপি ঈদ কেনাকাটায় আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, ঈদের কেনাকাটা ও লেনদেনে সতর্ক হোন। জাল টাকা যাচাই করুন, প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com