সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

নতুন পেস বোলিং কোচের খোঁজে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: টাইগার কোচিং প্যানেলকে শক্তিশালী করতে নতুন পেস বোলিং কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না বিসিবি। নতুন কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান, পাকিস্তানি ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার। যারা কোচিং পেশাতেও হয়েছেন বেশ সফল।

সাম্প্রতিক কয়েক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে টাইগারদের পেস ইউনিট। বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছেন তাসকিন, মুস্তাফিজরা। সবশেষ নাহিদ রানার সংযোজন তো আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশি বোলার বল করেন ১৫০ কিলোমিটার গতিতে।

তাদের দেখভালের দায়িত্বে আছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডাম। তবে তার পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নয় বিসিবি। কিউই কোচের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে প্রায় বছর খানেক। তবে তার আগেই এই কোচকে বিদায় বলে দিতে চাইছে বিসিবি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বোর্ড।

অ্যাডামসের স্থলাভিষিকক্ত কে হতে পারেন? এরই মধ্যে সম্ভাব্য বেশ কয়েকজন নামিদামি কোচের সঙ্গে আলাপ করেছে ক্রিকেট বোর্ড। জানা গেছে, পরবর্তী কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট। যিনি গেল বিপিএলেই কাজ করে গেছেন চিটাগং কিংসের হয়ে।

উপমহাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ জানাশোনা আছে এই অজি কোচের। আছে বিপিএলে খেলার অভিজ্ঞতাও। সেই সঙ্গে দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে। এছাড়া সবশেষ তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তান ক্রিকেট দলেও। ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও, আলোচিত ছিলেন গতিময় বোলিংয়ের কারণে। ৩৫ ওয়ানডেতে তার নামের পাশে উইকেট আছে ৬২টি।

এই তালিকায় আছেন আরেক পেস কিংবদন্তি পাকিস্তানি উমর গুল। এই পেসারও দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান দলের। ২০২২ সালের শুরুতে ১৫ দিনের জন্য একটি ক্যাম্পের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বছরের শেষ পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব দেয়া হয় তাকে। ২০২৩ সালে ছিলেন পাকিস্তান দলের বোলিং কোচ। বর্তমানে কোনো জাতীয় দলের সঙ্গে নেই। বিসিবি আলোচনা করেছে পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com