সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
আমিনুর রহমান,নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই শ্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাট অধিদপ্তরের উদ্যোগে ৯২৫ জন কৃষকের মধ্যে উন্নত জাতের পাটের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শনিবার(২৯ মার্চ) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প এর আওতায় তালিকাভূক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে ৬কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি এবং ১ কেজি তোষা হাইব্রিড প্যাকেটিং পাটবীজ প্রতিজন কৃষকের মাঝে প্রদান করা হয়।
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রোস্তম আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুনবী খন্দকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম সূত্রধর, কলাকোপা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদকসহ বিভিন্নজন।