বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে উমর পুর বাজারে ছানা পিয়াজু বিক্রেতা মুজাহিদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। (৪ এপ্রিল) ২০২৫ শুক্রবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওরের পাশ থেকে মুজাহিদ আহমদ (২৭) নামের ওই পিয়াজু বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র মুজাহিদ আহমদ প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার জুম্মার নামাজের আগে স্থানীয়রা খুজগীপুর গ্রামের পাশে কোনার বন হাওরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ওসমানীনগর থানা পুলিশ। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওসমানীনগর থানার এসআই শফিক আহমদ বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মুজাহিদ আহমদের মৃত্যুতে শোকাহত তার পরিবার ও স্থানীয়রা। পরিবার জানায়, মুজাহিদ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ছানা পিয়াজু ব্যাবসায়ী। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। পরিবারের সদস্যরা দাবি করছেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা সঠিকভাবে তদন্ত করা হোক।
গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন, “মুজাহিদ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। সে কেন এমন করলো, বুঝতে পারছি না। আমরা চাই, পুলিশ সঠিক তদন্ত করুক এবং প্রকৃত কারণ বের করুক।
প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও স্থানীয়দের একাংশ বিষয়টি সন্দেহের চোখে দেখছেন। কেউ কেউ বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও হতে পারে। পুলিশ ও প্রশাসনের তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হবে বলে এলাকাবাসী আশা করছেন।
এই মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা জানতে এখন অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের ফলাফলের।