শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত। মাহাবুব বেঙ্গল গত ২ এপ্রিল বুধবার মগধরা ইউনিয়নে বিএনপি ও যুবদলের কর্মীদের মধ্যে মারাত্মক সংঘর্ষের সৃষ্টি উক্ত ইউনিয়নস্থ পেলিশ্যা বাজারে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। দুজনের অবস্থা আশংকাজনক! পেলিশ্যা বাজারের একাধিক বিশিষ্ট ব্যাবসায়ী বলেন, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মগধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মিলাদের অনুসারীদের সাথে যুব দলের আহ্বায়ক কামরুলের অনুসারীদের মাধ্যে বাক বিতন্ড এর পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকান পাট বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৩০ জনেরও অধিক আহত হয়। গঠনাস্থলে নৌ-বাহিনীর টিম এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলিও বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম পাঠানো হয়,তারা হলেন যুবদলের নেতা কামরুল ও মাহিদ।
আহতদের নাম-মাহফুজ,মিলাদ,পারভেজ,ও দিদার আরো অনেকে। সূত্র জানায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বাজার ব্যাবসায়িক সমিতি কতৃপক্ষকে দায়ী করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও যে কোন মুহূর্তে সংঘর্ষ পূর্ণ গঠিত হতে পারে এলাকার সূত্রে প্রকাশ।
সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মনির মুঠোফোনে দৈনিক অগ্নিশিখার বিশেষ প্রতিবেদককে জানান এ ব্যাপারে আমি কিছু জানি না।