সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

ওসমানীনগরে মৌরসি ভূমি দখল করে পুকুর খনন, থানায় অভিযোগ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মোহাম্মদপুর রাইগদারা গ্রামে এক প্রবাসীর মৌরসি ভূমি দখল করে জোরপূর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি মহল মধ্যপ্রাচ্য প্রবাসী গৌছ আলী গংদের মালিকানাধীন জমিতে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর মৌজার ৬২০ নম্বর দাগের ৫ শতক জমি দীর্ঘদিন ধরে প্রবাসী গৌছ আলীর পরিবারের ভোগদখলে রয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা বর্তমানে বিদেশে ও বাইরে অবস্থান করায়, ১ মার্চ রাতে সুযোগ বুঝে ওই জমিতে পুকুর খনন করে একদল দুর্বৃত্ত।

এ ঘটনায় গৌছ আলীর বড় বোন স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জুনাব আলীর স্ত্রী রিনা বেগমের নেতৃত্বে এই পুকুর খননের কাজ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমির প্রকৃত মালিক গংরা বিদেশে ও বাহিরে থাকায় সুযোগ নিয়ে এমন দখলের ঘটনা খুবই দুঃখজনক।

ওসমানীনগর থানার তদন্তরত অফিসার জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় প্রবাসী পরিবারটি নিরাপত্তাহীনতা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com