বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে, যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরও তীব্র করে তুলেছে। এ হামলাকে সানার ফিলিস্তিনি-পন্থি অভিযান বন্ধ করার জন্য একটি ‘আত্ম-পরাজিত প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ।
ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান মঙ্গলবার সানা প্রদেশে ১১টি বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে বানি হুশাইশ এবং সানহান জেলাকে লক্ষ্য করেছে মার্কিন বাহিনী।
ইয়েমেনে মার্কিন বোমা হামলা আরও পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। মাজজার এবং জাওবা জেলাসহ মা’রিব প্রদেশেও ১৩টি হামলার খবর পাওয়া গেছে।
এছাড়াও পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদাহ প্রদেশের উপকূলে কামরান দ্বীপে চারটি বিমান হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমেরিকান বাহিনীর ইয়েমেনে চালানো সবচেয়ে ভারী বোমা হামলাগুলির মধ্যে এটি অন্যতম।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক ক্ষমতা হ্রাস করা। বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলোকে ধ্বংস করা।
সূত্র: প্রেস টিভি