বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ :

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, চমক তানজিম সাকিব

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে পড়ায় সিরিজ খেলতে পারছেন না তাসকিন আহমেদ। চমক হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি গড়াবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পাননি তাসকিন আহমেদ। বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বাম অ্যাকিলিস টেনডনের চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন তাসকিন। ফলে এই সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে। এদিকে, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

স্কোয়াডের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com