বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লার দীপ্তি ডাইং নামক শিল্প প্রতিষ্ঠানের ইটিপি প্লান্টের নির্মাণাধীন দেয়াল ধসে ১ জন শ্রমিক নিহত এবং আহত ৩ জন। এ মর্মান্তিক ঘটনায় দীপ্তি ডাইং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হতাহতের বিষয় রহস্যজনক ভূমিকা পালনের অভিযোগ উঠেছে।
সোমবার ৭ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীপ্তি ডাইং কারখানায় নিহত শ্রমিকের নাম আশরাফুল (৩৫), পিতা আব্দুর সাত্তার। আহতদের মধ্যে সোহেল (২৫), রাকিব (১৫), এবং হৃদয় (২২) রয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, শ্রমিকরা মালিকের নির্দেশে অন্য কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও ইটিপি প্রকল্পের কাজ করতে বাধ্য হয়ে কাজে যোগ দেন। কাজ করা সময়ে ইটিপি প্রকল্পের নির্মাণাধীন দেয়ালে অতিরিক্ত চাপ এবং কাজের পরিবেশ না থাকার কারণে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
দীপ্তি ডাইং এর মালিক টিপু এ ঘটনায় রহস্যের আড়াল করতে চেষ্টা করছেন এবং পুলিশও তথ্য এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
আহতদের দূর্ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তারা গণমাধ্যমকর্মীদের জানান, মালিক পক্ষ ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক আমাদের দিয়ে করাইতেছিলো। কাজ করার এক পর্যায়ে হঠাৎ পাশের দেয়ালটি ভেঙে পড়ে যায়। এ সময় নিহত আশরাফুল ধসে পড়া দেয়ালের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে মালিকপক্ষ কোনও সঠিক তথ্য দেয়নি। মালিক টিপু ওরফে বরিশাইল্লাহ টিপু দূর্ঘটনার পর থেকে ঘা ডাকা দিয়ে রয়েছে বলে জানান ভুক্তভোগী নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ।
এ বিষয়ে হতাহতের পরিবার এবং আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।