বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন (৫৫) মারা গেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকালে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়লে রিপনকে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা শহরের বালুরমাঠ এলাকায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপনের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা চুনকা কুটিরে এসে ভিড় করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন রিপনের বড় বোন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বাদ আসর স্থানীয় বায়তুল নূর জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর শহরের মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরের সাথে দাফন করা হয়।
উজ্জ্বল আরও জানান, শাওয়াল মাসের রোজা পালন অবস্থায় তার বড় ভাই রিপনের মৃত্যু হয়েছে। রাত আড়াইটায় বড় ভাইয়ের সঙ্গে তিনিও সেহেরির খাবার খেয়েছিলেন। সকালে হার্ট অ্যাটাকে বড় ভাই মারা যান।