বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: কোমর দুলিয়ে বাজার গরম করেন বলিউড আইটেম গার্ল মালাইকা। রাজা-প্রজা সবাই এ লাস্যময়ীর সৌন্দর্যে মুগ্ধ। তবে এবারের ঘটনা ভিন্ন। মারামারির ঘটনায় আইনি বিপাকে মালাইকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঘটনাটি ২০১২ সালে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে ঘটেছিল। অভিযোগ অনুযায়ী, অভিনেতা সাইফ আলী খান, শাহিল লাদাখ এবং ব্যবসায়ী বিলাল আমরোহি একজন এনআরআই ব্যবসায়ীর ওপর হামলা করেছিলেন। এই ঘটনায় মালাইকা অরোরাকে প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মালাইকা অরোরাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি আদালতে হাজিরা দেননি। এর জেরেই মুম্বাইয়ের একটি আদালত তার বিরুদ্ধে এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অন্যদিকে, এই মামলার আরেক প্রত্যক্ষদর্শী এবং মালাইকার বোন অমৃতা অরোরা সম্প্রতি আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার বয়ানে তিনি ঘটনার আগের পরিস্থিতি এবং সাইফ আলি খানের আচরণের কথা উল্লেখ করেছেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফ আলি খান বরাবরই অস্বীকার করে এসেছেন। তার দাবি, এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মা তাদের টেবিলে এসে মহিলাদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেছিলেন, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সেই রাতের ডিনার পার্টিতে সাইফ আলি খান, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা অরোরাসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
মালাইকা অরোরার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এখন অপেক্ষা করতে হবে।