বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

ওসমানীনগরে সরকারি রাস্তার নামফলক ভাঙচুর

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ১ নম্বর প্রথমপাশা ওয়ার্ডে সরকারি অর্থায়নে নির্মিত একটি সিসি ঢালাই রাস্তার নামফলক ভাঙচুরের অভিযোগ উঠেছে ক্বারী আপ্তাব উল্লার ছেলে বর্তমান ইউপি সদস্য উপজেলা জাতীয় পার্টির নেতা শেখ আসাদুজ্জামান জুবায়ের ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে তৎকালীন ইউপি চেয়ারম্যান এমজি রাসুল খালেক আহমদ ও ইউপি সদস্য আব্দুল বাছিত কামালের দায়িত্বকালীন সময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে এলজিএসপি প্রকল্পের আওতায় প্রথমপাশা ওয়ার্ডের মাঝপাড়া এলাকায় প্রায় ৯২ হাজার ৫৯৩ টাকা ব্যয়ে সিসি ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হয়। কাজ শেষে প্রকল্পটির স্বীকৃতি স্বরূপ একটি নামফলক স্থাপন করা হয়। অভিযোগে জানা যায়, গত ৩ এপ্রিল ভোর ৬ টার দিকে ইউপি সদস্য জুবায়ের ও তার কয়েকজন সহযোগী মিলে সাবল দিয়ে নামফলকটি ভেঙে ফেলেন এবং সেটি তুলে নিজের বাড়িতে নিয়ে যান। উক্ত বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে অভিযুক্ত ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুরুঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবু দেব ইউপি সদস্য আতিক মিয়া, ঝনিক দেব, ছালিকুর রহমান ছালিক সহ ৪ জন ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি চেয়ারম্যান শিবু দেব বলেন , “স্থানীয়দের মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে দেখি। এমন কাজ জনস্বার্থ বিরোধী এবং সম্পূর্ণ অনভিপ্রেত।”

ঘটনার বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com