বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ :

পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, ভ্রাম্যমাণ আদালত

অগ্নিশিখা প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে র‌্যাবের ব্যাটালিয়নগুলোসহ সারাদেশে ২২৪টি পিকআপ টহল, ১২২টি মোটরসাইকেল টহলসহ ৩৪৬টি টহল ও সাদা পোশাকে ৪১৩ জনসহ মোট ২ হাজার ৪৪৯ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। এছাড়া অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে আসা নারীদের উত্ত্যক্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে চারুকলা অনুষদের গেটে প্রবেশ করতে চাইলে প্রত্যেককে পরিচয় দিতে হচ্ছে। পরিচয় ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেও নিরাপত্তা সম্মুন্নত রাখার চেষ্টা চলছে।

রমনা থানার ডিসি মাসুদ আলম জাগো নিউজকে বলেন, প্রতিবছরের মতো এবারও আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে চারুকলায়। তবে গতকালের ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশমুখ, স্টেজ, মোটিফ তৈরির স্থানেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। সবমিলিয়ে এখানে প্রায় ৬০-৭০ জনের ফোর্স রয়েছে আমাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলেন, সবার দলীয় সমর্থন থাকতে পারে কিন্তু ন্যায়-অন্যায়ের ব্যাপারে একমত হওয়া জরুরি। আমরা এখনো দেখছি, গত পনের বছরের অপকর্মের এখনো একদল শিক্ষিত মানুষ সমর্থন দিয়ে যাচ্ছে। আমাদের সেসব মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com