বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।
গত বুধবার (৯ এপ্রিল) ভার্চুয়ালি মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে ঢাকার কর্মপরিকল্পনা বিষয়ে জানাতে অনুরোধ করেছে ট্রাম্প প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করার আগের দিন ইউএসটিআরের সঙ্গে ঢাকার বৈঠকটি হয়েছে। সেখানে অশুল্ক বাধা সব দূর করার চেষ্টার বিষয়টি তুলে ধরা হয়।