বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক: আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। মার্চে ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছেন তিনি। মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নিউজিল্যান্ডের দুই তারকা রাচিন রবীন্দ্র এবং জ্যাকব ডাফিকে পেছনে ফেলেছেন আইয়ার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ইনিংসেই কার্যকর ভূমিকা রাখেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে করেন ৭৯ রান, সেমি-ফাইনালে ৪৫ এবং ফাইনালে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৪৮ রান। ব্যাট হাতে সাফল্যের পাশাপাশি দলের ট্রফি জয়ে ছিল তার বড় অবদান। বিশেষ করে দুবাইয়ের মন্থর উইকেটে তার ইনিংসগুলো ছিল ম্যাচ নির্ধারক। টুর্নামেন্টে ভারতের সফলতম ব্যাটসম্যান ছিলেন তিনিই।
এই পারফরম্যান্সের জন্য শ্রেয়াস পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের রাচিন রাভিন্দ্রা ও জ্যাকব ডাফিকে। এর মাধ্যমে দ্বিতীয়বার মাসসেরার স্বীকৃতি পেলেন তিনি। ভারতের এটি টানা দ্বিতীয় মাসের জয়, ফেব্রুয়ারিতে এই পুরস্কার জিতেছিলেন শুবমান গিল।
পুরস্কার জয়ের পর ৩০ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমরা এমন এক মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। সেই অর্জনের অংশ হতে পারাটা আজীবনের গর্ব। সতীর্থ, কোচিং স্টাফ এবং অগণিত সমর্থকদের প্রতি কৃতজ্ঞ—তারা আমাদের প্রতিটি ধাপে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছেন।’