শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদক: কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) আর নেই। গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব জানান, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী।মঙ্গলবার সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০-এর বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন।
১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন সৌমিত্র দেব। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। সবশেষ তিনি অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।