শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

অগ্নিশিখা প্রতিবেদক: ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাড়ে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ওই দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এর আগে গতকাল বুধবার ঢাকায় এসেছেন ররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আর্থিক দেনা-পাওনা সম্পর্কিত বিষয়গুলোও আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর নিয়েও আলোচনা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে তার ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে।

বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।

এছাড়া বৃহস্পতিবার বিকেলেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার ঢাকায় আবারও শুরু হলো এই উচ্চপর্যায়ের আলোচনা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com