রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে ও প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
জানা গেছে, উপজেলার পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামানের প্রতিবন্ধী মেয়ে ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী (রোল: ৯৫২০১৮, কক্ষ: ১১২) মোছা.আফরিন আক্তার অরথি অসুস্থতার কারণে নিজে পরীক্ষা না দিয়ে তার পরিবর্তে ফুফাতো বোন মোছা. শাহরিয়ার জান্নাতি অনামিকা (১৯) কে পরীক্ষা কেন্দ্রে পাঠায়। অনামিকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে অনামিকাকে পুলিশের কাছে সোপর্দ করেন এবং প্রকৃত পরীক্ষার্থী আফরিন আক্তারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।
এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বলেন, প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগের ভিত্তিতে জান্নাতি অনামিকা নামে একজনকে আটক করা হয়েছে।