রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
আমিনুর রহমান, নবাবগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনের উপর অন্যায়ভাবে দখলদার ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে দেশটিতে সাইবার হামলা চালিয়েছে ঢাকার নবাবগঞ্জের ছোট রাজপাড়া গ্রামের ফ্রিল্যান্সার আছিফসহ তাদের একটি গ্রুপ। সম্প্রতি ইজরায়েলি বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট ও ইসরায়েলের নাগরিকের ইউজড কম্পিউটার দখল ও হ্যাক করেন তারা।
নবাবগঞ্জের ছোট রাজপাড়া এলাকার বাসিন্দা আছিফ জানান, আমরা ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীনতার পক্ষে আছি ও থাকবো। মূলত ফিলিস্তিনের নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধের জবাব দিতেই এই সাইবার হামলা চালিয়েছি আমরা।
আছিফ আরো বলেন,এই সাইবার হামলার পেছনে ইসরায়েলের সম্প্রতি গাজা উপত্যকায় চালানো বিমান হামলাকে দায়ী করা করেন। গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা চালায়, যেখানে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এ হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪৯ হাজারে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ। ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদস্বরূপ সাইবার হামলা চালাচ্ছে তারা। চলমান সাইবার আক্রমণে তাদের এই গ্রুপ, ইসরায়েল সরকালের একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের একটি প্রভাবশালী গনমাধ্যমকে ইসরায়েল পক্ষে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য জন্য বলেছে। তা না হলে ওই গনমাধ্যমের ওয়েবসাইট দখল ও হ্যাক করবেন তারা এমন কথা জানিয়েছ বলে দাবি করেন।
আছিফ মুঠোফোনে আরো বলেন, অনেক সময় বাহিরের দেশের হ্যাকাররা বাংলাদেশি নাগরিকদের টার্গেট করে তাদের মোবাইল ফোন/কম্পিউটারে ম্যালওয়ার ছড়িয়ে মোবাইল/কম্পিউটার দখলে নেওয়ার চেষ্টা চালায়। এছাড়াও বাংলাদেশি নাগরিকদের থেকে পরিচালিত বাহিরের দেশের হ্যাকাররা অনেক সময় বাংলাদেশি নাগরিকদের ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব চ্যানেল দখলের চেষ্টা করে সেক্ষত্রেও বাংলাদেশি নাগরিকদের সাইবার সুরক্ষার জন্য ও সহযোগিতার জন্য আমাদের জানালে আমরা বাংলাদেশি নাগরিকদের সাইবার নিরাপত্তা দিতে কাজ করে থাকি ।