রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল-শোল্লা আঞ্চলিক সড়কের ভাওয়ালিয়া এলাকায় থেকে বেশ কিছু সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ভোরেও দু’টি মেহগনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ, ব্যাপারটি প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয়রা জানান, সদর থেকে যন্ত্রাইল-শোল্লা আঞ্চলিক সড়কের সৌন্দর্যবর্ধনে উপজেলা প্রশাসন মেহগনি, কড়ইসহ মূল্যবান গাছ রোপণ করে। প্রায় ২৫ বছর বয়সী এসব মূল্যবান গাছ এখন শোভাবর্ধন করছে। সম্প্রতি এসব গাছের দিকে নজর পড়ে একটি চক্রের। পরে রাতের আঁধারে বেশ কিছু মূল্যবান গাছ কেটে নেয় চক্রটি।
এলাকাবাসী বলেন, এ ব্যাপারে প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাদের উদাসীনতার কারণেই দুর্বৃত্তরা এসব গাছ কেটে নেয়ার সুযোগ পাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, সরকারি গাছ লুটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।