রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
ওমর, সিনিয়র বিভাগীয় ব্যুরো চীফ সিলেট: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা মাদক উদ্ধারে বিগত যে কোনো সময়ের থেকে এগিয়ে।
সূত্রে জানা যায়,নভেম্বর ২০২৪ হইতে এপ্রিল ২০২৫ইং পর্যন্ত ৭১টি নিয়মিত মাদক দ্রব্য মামলা রেকর্ড সহ গ্রেপ্তার হয়েছে ৮৫ জন আসামি। গাঁজা উদ্ধার ৪৫০ কেজির উপরে। একই গ্রাফিক্সের ১৩৩১ বোতল স্কোপ সিরাপ ও ৫৫৬ বোতল ফেনসিডিল সহ ৭৯২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৫ই আগস্টের সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্ডে গ্রেফতার করা হয়েছে ৪৫ জন।
এমন সফলতায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মো: রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে জানান, বিগত যে কোনো সময়ের থেকে বিজয়নগর থানায় মাদক উদ্ধারে যথেষ্ট ভূমিকা রেখেছি। মাদকের সাথে কোন কম্প্রোমাইজ নেই। মাদক একটা জাতিকে ধ্বংস করে, তাই আমার পক্ষ থেকে মাদক ব্যবসা মাদক সেবী ও মাদকের আশ্রয়দাতা কে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি আমার অফিসে কেউ মাদক সহযোগিতায় জড়িত থাকলে তাহাকেও শাস্তির আওতায় আনা হবে।আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি।