মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: আর্থনা সম্মেলন অধ্যাপক ইউনূস বনভূমি নিয়ে নতুন দখলদারদের ফরমায়েশী সংবাদে অতিষ্ঠ বিট কর্মকর্তা ঢাকা নবাবগঞ্জ বলমন্তচর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতী হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবু শফিক খন্দকার দোহায় সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সংলাপে নতুন সংস্কার প্রস্তাব এসেছে: আলী রীয়াজ ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

অগ্নিশিখা প্রতিবেদক: এক শিক্ষার্থীর আহতের প্রতিবাদে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পৌনে ১২টায় সিটি কলেজের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালান। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করেন।

বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।

এর আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুর করার পর সিটি কলেজের শিক্ষার্থীরা এখন রাস্তায় নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কলেজ ও নিউমার্কেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের কথা কাটাকাটি করতে দেখা যায়।

সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের দেখে তেড়ে এসে জিজ্ঞেস করেন, আপনারা কোথায় ছিলেন যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করছিল। আপনারা এখন আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন, আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলার চেষ্টা করছেন। পরে শিক্ষার্থীদের বাধার মুখে সিটি কলেজ থেকে পিছু হটতে থাকেন পুলিশ সদস্যরা।

অন্যদিকে এখন পর্যন্ত এ ঘটনার নির্দিষ্ট মোতায়েন কারণ জানা যায়নি। ঘটনা সম্পর্কে পুলিশের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

রাজধানীর এই দুই কলেজের শিক্ষার্থীরা কিছুদিন পরপরই তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কারণে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে। তাদের এ সংঘর্ষ থেকে গণপরিবহন ভাঙচুরসহ দীর্ঘসময় রাস্তা বন্ধ করে রাখা হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পোহাতে হয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com