মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বেইজিং সফরের প্রাক্কালে চীন ঘোষণা করেছে, তেহরান-বেইজিং সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার (২১ এপ্রিল) বলেন, চীন ও ইরান বিভিন্ন স্তরে ও খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে। চীন ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এই সফরের মূল লক্ষ্য ২০১৫ সালের পরমাণু চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের চলমান পরোক্ষ আলোচনা ও সর্বশেষ অগ্রগতি নিয়ে বেইজিংকে অবহিত করা। তিনি আরও জানান, ইউরোপীয় স্বাক্ষরকারীদের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখছে।
চীন ও ইরান ২০২১ সালে ২৫ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা অর্থনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক সহযোগিতা কাঠামোর ভিত্তিতে দুই দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক বিস্তারে সহায়ক হয়েছে। এই চুক্তির আওতায় অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, এবং পেট্রোকেমিক্যাল খাতে ৪০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং চীন নিরবিচারে ছাড়যুক্ত দামে তেল সরবরাহ পাবে।
চীন ইরানের বৃহৎ তেল ক্রেতা, যা ২০২৪ সালে ইরানের দৈনিক ১.৬ মিলিয়ন ব্যারেল তেলের প্রায় ৭৭% আমদানি করেছে। এই বাণিজ্যের মূল্য প্রায় ২৯ বিলিয়ন ডলার।
এই সফর চীন ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করতে এবং পারমাণবিক চুক্তি ইস্যুতে চলমান আলোচনায় সমন্বয় বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র – তেহরান টাইমস।