মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: আর্থনা সম্মেলন অধ্যাপক ইউনূস বনভূমি নিয়ে নতুন দখলদারদের ফরমায়েশী সংবাদে অতিষ্ঠ বিট কর্মকর্তা ঢাকা নবাবগঞ্জ বলমন্তচর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতী হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবু শফিক খন্দকার দোহায় সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সংলাপে নতুন সংস্কার প্রস্তাব এসেছে: আলী রীয়াজ ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বনভূমি নিয়ে নতুন দখলদারদের ফরমায়েশী সংবাদে অতিষ্ঠ বিট কর্মকর্তা

স্টাফ রিপোর্টার,গাজিপুর: গাজীপুরের কাশিমপুর বিটের আওতায় কোনাবাড়ী থানাধীন ৫৩৬ নং মিরপুর মৌজার গেজেট নোটিফিকেশন নং৩১২৫ফর/ ১৩/৪/১৯৫৫ এর গেজেটভুক্ত বনভূমি ও ২০ধারা সরকারি সংরক্ষিত বনভূমি যার সিএস দাগ নং ১৪২ আর এস দাগ ৩৩১ও ৩৩২ সিএস দাগ নং ১৮৮ এর অবস্থান উল্লেখিত থানাধীন নতুন বাজার এলাকায় আর এস ৩৬৪, ৩৬৫ হাল দাগ ৮৮, ৮৮ ৩৪৪ ডিপি খতিয়ান নং ৩ উল্লেখ করে উল্লিখিত ভূমিটি ব্যক্তি মালিকানায় নিতে প্রতারণা মূলক লেখনীর মাধ্যমে বিগত ১৮/২/২১ইং তারিখ আদালতে জি আর নং ৮৯৭৯/২১ মোকদ্দমা দায়ের করে একটি প্রতারক চক্র , বাদীর আপত্তি নং ১৭৫৭ ১ নং খাতুন নূর বেগম মাতা মরিয়ম খাতুন, স্বামী আব্দুল মজিদ ২/মোসাম্মৎ পিয়ারী বেগম, ৩/মোঃ আব্দুল মালেক ৪/ মোঃ আব্দুল খালেক ৫/মোসাম্মৎ আনোয়ারা বেগম ৬/আব্দুল হালিম এভাবেও অনৈতিক অসংলগ্ন নাম ঠিকানা উল্লেখ করে মোট ১০”৫৩ একর সম্পত্তির মাঝে আংশিক ভূমির বর্ণনা দিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করে বছরের পর বছর আদালতে মুলা ঝুলিেয় সেখানে গড়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড, গরুর হাট, ছোট ছোট শিল্প কারখানা, চায়ের দোকান থেকে শুরু করে রকমারি মার্কেট মার্কেট যার নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সাংবাদিক কার্যালয়। আংশিক কাগজপত্র পর্যালোচনায় ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায় বহুমূল্যবান শতকোটি টাকার সরকারি বনভূমি একটি কুচক্রী মহল প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ব্যক্তি মালিকানায় ভোগ দখলে নিয়ে রেখেছি দীর্ঘদিন যাবত। ১৯৯২/ ৯৩ সালে দখলের সূচনা শুরু হলে তৎসময়ে বন ভূমির রক্ষার দায়িত্বে নিয়োজিত কিছু কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের পরস্পর যোগসাজস স্পষ্ট পরিলক্ষিত। পক্ষদ্বয়ের মাঝে মামলা-মোকদ্দমার বেড়াজাল সৃষ্টি হওয়ার কারণে উল্লেখিত ভূমি দখল নিতে বর্তমান সময়ে আর ও বেপরোয়া ব্যতিব্যস্ত হয়েছে একটি নতুন চক্র। এমন বে-দখলি সম্পত্তি রয়েছে বাগবের মজৌ সিএস ৫৩ আর এস ১৪৯/১৫৫ অভিযুক্ত ইন্ডাস্ট্রির সংখ্যা একাধিক থাকিলেও ব্যক্তিগত আক্রশে দুই একটি ইন্ডাস্ট্রি নিয়ে জল্পনা কল্পনার কোন শেষ নেই।এক পক্ষ আর এক পক্ষ নিয়ে চলছে চুল ছেরা বিশ্লেষণ এ নিয়ে বিট কর্মকর্তা সুলাইমান হোসেন আদালতে কিংবা থানায় আইনের আশ্রয়ে শেষ রক্ষা করতে গিয়ে নানাবীদ হয়রানি শিকার হচ্ছেন। ইতিমধ্যে গজার চাপ মোজা ৫৭ দাগে ডাক্তার এমদাদ গং বিভিন্ন মামলা-মোকদ্দমা দিয়ে বিট কর্মকর্তা কে নানাবিদ হয়রানির জালে জড়িয়ে ফেলেছেন, আজ বিট কর্মকর্তা এ থেকে পরিত্রাণ চান।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com