মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: আর্থনা সম্মেলন অধ্যাপক ইউনূস বনভূমি নিয়ে নতুন দখলদারদের ফরমায়েশী সংবাদে অতিষ্ঠ বিট কর্মকর্তা ঢাকা নবাবগঞ্জ বলমন্তচর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতী হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবু শফিক খন্দকার দোহায় সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সংলাপে নতুন সংস্কার প্রস্তাব এসেছে: আলী রীয়াজ ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে সোহান হত্যা মামলার প্রধান আসামি মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে কিশোর সোহান হত্যা মামলার প্রধান আসামী কাজল মিয়া (৫৫) কে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব ১১।

সোমবার (২১ এপ্রিল) রাতে র‌্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল মিয়া বন্দর থানার সালেহনগর এলাকার মৃত সামছুউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইশতিয়াক হোসাইন। মামলার বরাত দিয়ে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় হোসিয়ারী শ্রমিক সালাম মিয়ার ছেলে, কিশোর সোহানকে (১৫) গ্রেফতারকৃত কাজল মিয়া ও তার ছেলে রাজসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। সোহান বন্দরে সড়কে যানজট নিরসনে কাজ করতো।

পরে এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন।

গ্রেফতারকৃত আসামি মোঃ কাজল মিয়া (৫৫) ‘কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com