মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
সাহাবউদ্দীন, বিশেষ প্রতিবেদকঃ ৫/১২/২০২৪ মামলার বাদীকে অস্ত্র মুখে ধরে নিয়ে যান শীতলক্ষ্যার পারে আওয়ামী লীগের দোসরা ৫ লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেই আওয়ামী লীগের দোসরা ওই সময় মামলা করতে গেলেও নানান রকমের হুমকি আসে বাদীর কাছে শেখ হাসিনা পতনের পর ০৫/১২/২০২৪ সালে ফুতুল্লা থানায় আটজনকে আসামী করে ১০-১২ জন অজ্ঞত নামা দিয়ে একটি মামলা রুজু করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলার তদন্তভার দেওয়া হয় ফতুল্লা থানার এসআই আফতাব আলী কাছে মামলার তদন্ত এসআইকে বারবার তাগিদ দেওয়ার পরও কোন অপরাধিকে সেই গ্রেফতার করে নাই বাদীকে না জানাইয়ে মামলার তদন্ত না করে তিনজনকে অপরাধী করে বাকিদেরকে বাদ দিয়ে মামলার চার্জশিট দিয়ে দেয় আদালতে এই ধরনের কিছু অসাধু পুলিশের কর্মকর্তার কারণে সব পুলিশের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে বলে দাবি করেন মামলার বাদী ফতুল্লা থানার এস আই আফতাব আলী বাদীকে হুমকিদিয়ে বলে আমার হাত অনেক লম্বা আমি তোমাকে দেখে নেব।