মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন কলাকোপা পুকুরপাড় গ্রামের কৃতি সন্তান আবু শফিক খন্দকার মাসুদ।
রবিবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রেরিত পত্রে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্তে একটি অনুমোদনপত্র দেয়া হয়। একই সাথে আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের ছোট ভাই। রাজনৈতিকভাবে তিনি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
পরিচ্ছন্ন, সদালাপী এ রাজনীতিক বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পাওয়ায় উৎফুল্লতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ঠরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসু।