Dhaka 8:44 pm, Sunday, 14 December 2025

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় শাওমি শো-রুম ভাংচুর ও লুটপাট

Reporter Name
  • Update Time : 04:54:52 am, Thursday, 24 April 2025
  • / 163 Time View
৫৫

মোঃ নাফিস হাসনাইন, জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুলশান মার্কেটের শাওমি মোবাইল শো-রুমে গত ২১এপ্রিল দুপুরে একদল চাঁদাবাজ ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করলে সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা শাওমি মোবাইল শো-রুম ভাংচুর ও লুটপাট করে দোকানের তালা মেরে দেয়। এ ঘটনায় শাওমি মোবাইল শো-রুম গুলশান মার্কেট এর ম্যানেজার তুর্য রহমান বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মৃত আব্দুল মান্নান (জেলা কৃষক লীগের সাবেক সভাপতি) এর পুত্র মোঃ জান্নাতুল নাঈম ও সোহান পিতা অজ্ঞাত সহ আরও কয়েকজন যুবক উক্ত শাওমি মোবাইল শো-রুমে গিয়ে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে। শো-রুমের ম্যানেজার তুর্য রহমান উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার জানালে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত ভাবে তুর্য রহমানের উপর মারপিট শুরু করে। সে সময় অভিযুক্ত ১নং আসামী জান্নাতুল নাঈম শাওমি মোবাইল শো-রুমের ক্যাশ বাক্স থেকে কোম্পানীর ব্যবসার নগদ ৩ লক্ষ ৯৫ হাজার টাকা এবং ২নং আসামী সোহানসহ অজ্ঞাতরা শো-রুমের সামনের কাস্টমারদের দেখানো টেবিলের উপর থেকে ৬টি স্মার্ট মোবইল ফোন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।

এ ব্যাপারে গুলশান মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সাথে কথা হলে তিনি বলেন, উক্ত ঘটনা জানাজানি হওয়ার পর গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির ১৩ জন সদস্যকে সাথে জান্নাতুল নাঈমের মাতা মোছাঃ জান্নাতুন পলিনের সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন আমি উক্ত দোকান ঘরটি দখলে নেয়ার জন্য আদালত থেকে রায় পেয়েছি। তবে রায়ের কোন কাগজপত্র আমাদের দেখাননি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় শাওমি শো-রুম ভাংচুর ও লুটপাট

Update Time : 04:54:52 am, Thursday, 24 April 2025
৫৫

মোঃ নাফিস হাসনাইন, জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুলশান মার্কেটের শাওমি মোবাইল শো-রুমে গত ২১এপ্রিল দুপুরে একদল চাঁদাবাজ ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করলে সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা শাওমি মোবাইল শো-রুম ভাংচুর ও লুটপাট করে দোকানের তালা মেরে দেয়। এ ঘটনায় শাওমি মোবাইল শো-রুম গুলশান মার্কেট এর ম্যানেজার তুর্য রহমান বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মৃত আব্দুল মান্নান (জেলা কৃষক লীগের সাবেক সভাপতি) এর পুত্র মোঃ জান্নাতুল নাঈম ও সোহান পিতা অজ্ঞাত সহ আরও কয়েকজন যুবক উক্ত শাওমি মোবাইল শো-রুমে গিয়ে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে। শো-রুমের ম্যানেজার তুর্য রহমান উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার জানালে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত ভাবে তুর্য রহমানের উপর মারপিট শুরু করে। সে সময় অভিযুক্ত ১নং আসামী জান্নাতুল নাঈম শাওমি মোবাইল শো-রুমের ক্যাশ বাক্স থেকে কোম্পানীর ব্যবসার নগদ ৩ লক্ষ ৯৫ হাজার টাকা এবং ২নং আসামী সোহানসহ অজ্ঞাতরা শো-রুমের সামনের কাস্টমারদের দেখানো টেবিলের উপর থেকে ৬টি স্মার্ট মোবইল ফোন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।

এ ব্যাপারে গুলশান মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সাথে কথা হলে তিনি বলেন, উক্ত ঘটনা জানাজানি হওয়ার পর গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির ১৩ জন সদস্যকে সাথে জান্নাতুল নাঈমের মাতা মোছাঃ জান্নাতুন পলিনের সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন আমি উক্ত দোকান ঘরটি দখলে নেয়ার জন্য আদালত থেকে রায় পেয়েছি। তবে রায়ের কোন কাগজপত্র আমাদের দেখাননি।