রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
নিপীড়িত বিশ্ব মুসলিমের পক্ষে সংহতি: প্রেসক্লাব এলাকায় প্রায় অর্ধলাখ মানুষের জমায়েত ইইউতে পোশাক রপ্তানিতে বেড়েছে ৩৭ শতাংশ আড়াইহাজারে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ২৬ বছর পর ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার পলাশবাড়ীতে জামায়াত নেতা সাংবাদিক বাবু আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আজও তীব্র গরমে পুড়বে ঢাকা, বৃষ্টির সম্ভাবনা নেই চন্দ্রা তিতাস গ্যাসের অবৈধ চুলা ও সংযোগের ছড়াছড়ি পকেটবারি কর্মচারীদের ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে, এই জবাব কম হবে না: পাকিস্তানের ঘোষণা গোদাগাড়ীতে (২.১৭একর) সরকারি খাস পুকুর অবৈধ দখলের অভিযোগ ভবন দখলের প্রতিবাদে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মানববন্ধন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

ভবন দখলের প্রতিবাদে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

অগ্নিশিখা প্রতিবেদক: বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির সদস্যরা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মানববন্ধনে ফটো সাংবাদিকরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ–এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া দিচ্ছেন। অবৈধ দখল ও ভাড়া দেওয়া ছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে ওই বাড়ির দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন। এ নিয়ে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এতে সংগঠনের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মানববন্ধনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের সব ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক, কোষাধক্ষ্য আলমগীর হোসেন বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com