সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
মোঃ নাফিস হাসনাইন,দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের লিলিমোড় (পাহাড়পুর) এলাকার একটি বাড়ি থেকে ৪ নারীসহ ৬ জন পুরুষকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার ২৫ এপ্রিল মধ্যরাতে শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মৃত নুরুল হুদার বাড়ি হতে “মেডিসিন মার্ট” এর স্বত্বাধিকারী সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে থাকাবস্থায় আটক করে দিনাজপুর কোতোয়ালী থানার পুলিশ।
আটককৃতরা হলেন, দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত নরুল হুদা ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), ঈদগা আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোধ পালিগা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মো: পারভেজ আলম রাজু (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপারা এলাকার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন (৪৫), কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), সদর উপজেলার মাধবপুর মেডিকেল মোড় এলাকার গোলাম মোঃ মমতাজুল রহমান রাজের স্ত্রী জবা চৌধুরী সারা (১৮), লালমনিরহাটের মিশন মোড় এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে মোছা, রিমি বেগম (২৩), একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছা. মনি আক্তার (১৮) ও লালমনিরহাটের খানাপারা রেলওয়ে কলোনির মৃত কুকির মেয়ে মোছা, নিলিমা ইসলাম (১৯)।
শনিবার ২৬ এপ্রিল দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিউর রহমান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ৭ টি স্মার্ট ফোন এবং ২টি বাটন ফোন ও সাথে নগদ ১ লাখ ১২ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হওয়ার পর গতকাল শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।