সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
হাবিবুর রহমান,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে এক মাদকাসক্তের কুঠারের কোপে প্রাণ গেল বেলাল নামের এক শিশুর। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ব্যাপারে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের শিশুপুত্র বেলাল হোসেন (১২) শুক্রবার বিকেলে বাড়ির পার্শ্বের বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া ওই স্থানে শিশু বেলালের সাথে অশালীন ভাষায় কথা বলে। এক পর্যায়ে শিশু বেলাল মাদকাসক্ত বিটুলের সাথে তর্কে জড়ায়। এর কিছুক্ষণ পরে ক্ষিপ্ত বিটুল তার সাথে থাকা কুঠার দিয়ে শিশু বেলালের মাথায় উপর্যুপরি কোপ মারে। এতে বেলালের মাথা কেটে রক্তাক্ত হয়ে গেলে তার সাথে থাকা অন্য দুই শিশু চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে দৌড় দেয়। শিশুদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসায় মাদকাসক্ত বিটুল পালিয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত শিশু বেলালকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দ্রুত শিশু বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ৮ টায় রংপুর নেয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ সংবাদ পেয়ে হাসারপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুকসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় খুনি বিটুলের নানা, নানী, ২ মামাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। এরা হলো-হাসারপাড়া গ্রামের মৃত খয়ের মন্ডলের ছেলে নজুরুল ইসলাম (৬০), তার স্ত্রী কহিনুর বেগম (৫০), নজরুল ইসলামের ছেলে মোস্তারুল ইসলাম (২৭), আনজারুল ইসলাম (২৩), কন্যা সুইটি বেগম (২৯)। গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ খুনি বিটুলকেও আটক করেছে। সে উপজেলার ভেন্ডাবাড়ীই উনিয়নের রাঙ্গা পুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে তার নানা বাড়ী হাসারপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম এর বাড়িতে থাকতো। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, এ ঘটনায় নিহতের পিতা মোখলেছার রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।