সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

মালিঙ্গার রেকর্ড ভেঙে মুম্বাইয়ের নতুন রাজা বুমরাহ

ক্রীড়া ডেস্ক: রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইতিহাস গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রীত বুমরা।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিলেন ভারতীয় তারকা পেসার।

ওয়াংখেড়েতে রবিবার (২৭ এপ্রিল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টেসের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে নেমে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরাহ। আইপিএলে এই নিয়ে তৃতীয়বার ম্যাচে ৪ শিকার ধরলেন তিনি।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেন বুমরাহ। নিজের প্রথম ওভারেই সাবেক লঙ্কান পেসার ও এক সময়ের সতীর্থকে ছাড়িয়ে যান তিনি।

২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। তাকে টপকে যেতে বুমরাহর লাগল ১৩৯ ইনিংস।

২০১৩ সালে আইপিএলে অভিষেক থেকে বুমরাহও শুধু মুম্বাইয়ের হয়েই খেলেছেন। মাঝে ২০২৩ সালের আসরে তিনি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। একই কারণে খেলতে পারেননি চলতি আসরে শুরুর দিকেও। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ।

সব মিলিয়ে আইপিএলে বুমরাহর উইকেট এখন ১৭৪টি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তার অবস্থান সপ্তম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে তার উইকেট ৩০৪টি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com