বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

বন্দরে ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ১৪ কেজি গাঁজাসহ মোছা. সাথী মনি (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১১।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোররাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি মোছা. সাথী মনি (২০)। সে দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিনগর এলাকার মো. শহীদ মিয়ার মেয়ে ও মো. তাইজুল ইসলামের স্ত্রী।

তথ্যটি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক (সিনি. এএসপি) মো. গোলাম মোর্শেদ।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোছা. সাথী মনি কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে এই বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে এনে নিজের হেফাজতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ একটি দল অভিযান পরিচালনা করে তাকে গাঁজা’সহ হাতেনাতে গ্রেপ্তার করে। এই ঘটনায় গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com